নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আজ আলিপুরদুয়ারের বক্সা বনাঞ্চলের দমনপুর এলাকায় ম্যানেজার সহ অন্যান্য রেল কর্মীদের সাথে রেল পথে ডিভাইস সিস্টেমের কাজ দেখতে গিয়ে কুনকি হাতির পায়ের নীচে পিষে ১ জন রেলের ডিভাইস সিস্টেম কর্মীর মৃত্যু হয়। মৃতের নাম সন্দীপ চৌধুরী।

- Sponsored -
জানা গিয়েছে, এদিন রেলের পরিদর্শনের কাজে বক্সা টাইগার রিজার্ভের দু’টি কুনকি হাতিকেই লাগানো হয়েছে। আর জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব রেল পথে ডিভাইস সিস্টেমের কাজ দেখতে গিয়েছিলেন। সেখানেই এজেন্সির মাধ্যমে নিয়োগ হওয়া সন্দীপ উপস্থিত ছিলেন। আর তিনি হাতির পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু আচমকা পড়ে যেতেই হাতিটির পা সন্দীপের ওপরে পড়ে যায়। এরপর সন্দীপকে দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।