নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির রানিবাগে বন্ধ ঘর থেকে উদ্ধার সদ্য চাকরী হারানো দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হিন্দু কলেজের এক জন অস্থায়ী অধ্যাপকের ঝুলন্ত দেহ। মৃতের নাম সমরবীর। বয়স ৩৩ বছর। মূলত রাজস্থানের বারান জেলার মোলকি গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, সমরবীর তুতো ভাইয়ের সাথে একটি বাড়িতে ভাড়া থাকত। ঘটনার সময় তুতো ভাই কাজে গিয়েছিল। আর তখনই সে আত্মহত্যা করে। কিন্তু এই ঘটনায় ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এই ঘটনার পর সমরবীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। তবে তুতো ভাই জানায়, “সমরবীর চাকরী হারিয়ে অবসাদে ভুগছিল।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার ঘর থেকে বেশ কিছু মদের বোতল ও সিগারেটের বাক্সও পাওয়া গিয়েছে। এই ঘটনায় আম আদমি পার্টির শিক্ষক সংগঠন সরব হয়েছে। বহু দিন ধরেই এই সংগঠনের সদস্যরা অস্থায়ী শিক্ষক, অধ্যাপকদের স্থায়ী নিয়োগের দাবী তুলছে। প্রসঙ্গত, সমরবীরকে অস্থায়ী পদে নিয়োগের ২০ দিনের মাথায় জানানো হয়, বিশ্ববিদ্যালয় অনুমতি না দেওয়ায় আর সমরবীরকে কলেজে রাখা যাবে না। যদিও কলেজের অধ্যক্ষ অঞ্জু শ্রীবাস্তব এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।