নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বন কামারপুকুর মোড়ের কাছে স্কুলভ্যানের সাথে যাত্রীবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন বেসরকারী বিদ্যালয়ের অধ্যক্ষার মৃত্যু হয়েছে। আর স্কুলভ্যানে থাকা ৬ জন পড়ুয়া আহত হয়েছে। এছাড়া স্কুলভ্যানটির চালকও আহত হয়েছেন। মৃতার নাম রুমা বিশ্বাস। বয়স ৩০ বছর।
জানা গেছে, স্কুলভ্যানটি জয়পুর ব্লকের জুজুড় এলাকা থেকে যাচ্ছিল। কয়েক জন পড়ুয়া ছাড়াও ওই গাড়িটিতে অধ্যক্ষা রুমা ছিলেন। কিন্তু স্কুলভ্যানটি আরামবাগ-বিষ্ণুপুর সড়ক ধরে বিষ্ণুপুর শহরের কাছে আসতেই উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি ধাক্কা মারে। এই সংঘর্ষের তীব্রতায় স্কুলভ্যানটির সামনে অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। বাসিন্দারা বিষয়টি দেখতেই উদ্ধারের জন্য ছুটে আসেন। আর পুলিশের কাছেও খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে।
এই দুর্ঘটনায় স্কুলভ্যানের চালক, অধ্যক্ষা ও পড়ুয়াদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন অধ্যক্ষার মৃত্যু হয়। আর পড়ুয়াদের আঘাত তেমন গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অন্য গাড়িটির ক্ষতি হলেও চালক বা যাত্রীদের কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি। বিদ্যালয়ের সম্পাদক অধ্যক্ষার মৃত্যুতে শোকপ্রকাশ করে জানান, ‘‘পুলিশ দুর্ঘটনার তদন্ত করুক।’’