Indian Prime Time
True News only ....

অশুভ শক্তিকে দূর করতে গিয়ে প্রাণ খোয়াতে হলো ১ পুরোহিতকে

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইঃ গতকাল তামিলনাড়ুর চেঙ্গালপট্টু জেলার পল্লভরামে এক নবিনির্মিত বাড়ি থেকে অশুভ আত্মাদের দূরে রাখতে এক পুরোহিত মোরগ বলি দিতে গিয়েছিলেন। কিন্তু অবশেষে দুর্ভাগ্যবশত মোরগ সহ চার তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো পুরোহিতেরই। তবে ওই বলিপ্রদত্ত মোরগটি অক্ষত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, “পুরোহিত চার তলা থেকে মাটিতে আছড়ে পড়ার পর মোরগটি পুরোহিতের শরীরের উপর পড়ায় মোরগের কিছু হয়নি। কিন্তু সে চার তলা থেকে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই মারা গিয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।”

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পুলিশ সূত্রে খবর, মৃত পুরোহিত ৭০ বছর বয়সী রাজেন্দ্রন। পেশায় দিনমজুর ছিলেন। তবে অবসর সময় পুরোহিতের কাজও করতেন। রাজেন্দ্রন ওই বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। আজ বাড়ির মালিক টি লোকেশ গৃহপ্রবেশের পরিকল্পনা করছিলেন। কিন্তু নতুন বাড়ি থেকে অশুভ শক্তিকে দূরে রাখতে আগে পুজোপাঠ করাতে চেয়েছিলেন।

তাকে সেই পুজোর দায়িত্ব দেওয়া হয়। আর তাই গতকাল পুজোপাঠের জন্য বলি দিতে একটি মোরগ নিয়ে ওই বাড়ির চার তলায় পৌঁছান। তবে মোরগ বলি দেওয়ার আগেই সেখানে স্তূপ করে রাখা সিমেন্ট বা ইলেকট্রিক তারে পা লেগে লিফ্টের জন্য রাখা ফাঁকা গহ্বর দিয়ে নীচে পড়ে যেতেই মৃত্যু হয়। নীচে পড়ার সময় মোরগটি হাতেই ধরা ছিল।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored