নিজস্ব সংবাদদাতাঃ একটানা ২৪ ঘণ্টা ধরে বন্ধ ঘরে মনেপ্রাণে ‘মা কালীর’ তপস্যা করেও তার দেখা না পাওয়ায় বারাণসীর ১ জন পুরোহিত হতাশাগ্রস্ত হয়ে নিজেই নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে দেন। মৃত পুরোহিতের নাম অমিত শর্মা। বয়স ৪৫ বছর। সাত বছর থেকে এখানে ভাড়াবাড়িতে থাকতেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে হইচই শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, অমিতবাবু ‘মা কালীর’ ভক্ত ছিলেন। প্রায়ই বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো করতে যেতেন। কিন্তু গত শনিবার রাতেরবেলা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভিতরে ‘মা কালীর’ আরাধনা শুরু করেছিলেন। তাঁর দেখা পেতে দিনরাত এক করে তপস্যা করেন। সারাদিন শুধু ‘মা কালী, দর্শন দে’ বলে গিয়েছেন। তবে তাতেও মায়ের দেখা না পেয়ে নিতান্তই হতাশায় ভেঙে পড়ে নিজের সাথে থাকা ধারালো অস্ত্র গলায় চালিয়ে আত্মহত্যা করেন।
এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। পুলিশ সমগ্র ঘটনা ভালোভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।