নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ বারাণসীর গাইঘাট এলাকায় এক জন পুরোহিত সাধনায় বসে আশাহত হয়ে চরম পদক্ষেপ গ্রহণ করলেন। ওই পুরোহিত ২৪ ঘণ্টা ধরে বন্ধ ঘরে মনেপ্রাণে ‘মা কালীর’ তপস্যা করেও দেখা না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে নিজেই নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে দেন। মৃত পুরোহিতের নাম অমিত শর্মা। বয়স ৪৫ বছর। সাত বছর থেকে এখানে ভাড়াবাড়িতে থাকতেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে হইচই শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, অমিতবাবু ‘মা কালীর’ ভক্ত ছিলেন। প্রায়ই বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো করতে যেতেন। বারাণসীতে ঘুরতে যাওয়া পর্যটকদের ধর্মীয় ইতিহাসের গল্প শোনাতেন। কিন্তু গত শনিবার রাতেরবেলা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভিতরে ‘মা কালীর’ আরাধনা শুরু করেছিলেন। তাঁর দেখা পেতে দিনরাত এক করে তপস্যা করেছিলেন। সারাদিন শুধু ‘মা কালী, দর্শন দে’ বলে গিয়েছেন। তবে তাতেও মায়ের দেখা না পেয়ে নিতান্তই হতাশায় ভেঙে পড়ে নিজের সাথে থাকা ধারালো অস্ত্র গলায় চালিয়ে আত্মহত্যা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, আচমকা তার স্ত্রী জুলি ঘর থেকে রক্তের স্রোত দেখে ছুটে আসেন। এরপর ঠাকুরঘরের দরজা খুলে দেখেন অমিতবাবু রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন। তারপর জুলি দেবী চিৎকার করে প্রতিবেশীদের খবর দিলে তারাই পুরোহিতকে উদ্ধার করে স্থানীয় ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যান। কিন্তু চিকিৎসা চলাকালীন অমিতবাবুর মৃত্যু হয়। এদিকে, পুলিশ খবর পেয়ে মৃতদেহ মময়নাতদন্তের জন্য পাঠিয়ে সমগ্র ঘটনা ভালোভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here