ব্যুরো নিউজঃ নিউইয়র্কঃ ফিলিপিন্সের সেবু শহরে দুই অপ্রাপ্তবয়স্ক ভাই-বোনকে জোর করে যৌনসঙ্গমে বাধ্য করে তা ক্যামেরাবন্দি করার অভিযোগে অ্যালেগ্রিয়া পুলিশের হাতে গ্রেফতার ২১ বছর বয়সী এক ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণী।
অভিযোগ উঠছে যে, কয়েক বছর আগে তিনি প্রতিবেশী দুই নাবালক ভাই-বোনকে বাড়িতে ডেকে নগ্ন হয়ে এমন ভাবে শুয়ে থাকতে বলেন, যাতে দেখে মনে হয় যে তারা যৌনসঙ্গম করছে। এই ঘটনা ক্যামেরাবন্দিও করা হয়। এর পর ওই শিশুরা যাতে কাউকে কিছু না বলে তাই বেশ কিছু খেলনা ও চকোলেট দেন।
সম্প্রতি ওই শিশুরা তাদের মাকে গোটা ঘটনা জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসতেই নির্যাতিতদের মা পুলিশের কাছে পুরো বিষয়টি জানান। তবে অভিযুক্ত তরুণী নিজের কর্মকাণ্ডের জন্য ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে জানান, “ওই ভিডিও আর নেই।”
অ্যালেগ্রিয়ার মহিলা ও শিশু সুরক্ষা দপ্তরের প্রধান সার্জেন্ট ভিলা ডোনা ইয়াবানেজ বলেন, “যখন এই ঘটনা ঘটে তখন ওই শিশুরা প্রথম শ্রেণীতে পড়াশোনা করত। আর এই ঘটনায় শীঘ্রই অভিযুক্তকে আদালতে তোলা হবে।”