দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারায় ১ পুলিশ কর্মী
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ দুষ্কৃতীকারীকে গ্রেপ্তার করতে এসে দুষ্কৃতীকারীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হলো ১ পুলিশ কর্মীর। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার বিহার-বাংলা সংলগ্ন পাঞ্জিপাড়ার পানতাপারা গ্রামে।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাতে বিহারের কিশনগঞ্জ থানার পুলিশের দুটি দল গোপন সুত্রের খবরের ভিত্তিতে বাংলার পুলিশের সহযোগীতায় পাঞ্জিপাড়ার পানতাপারা গ্রামে বাইক চোরের সন্ধানে হানা দেয়। সেই সময় দুষ্কৃতীকারীদের ছোঁড়া গুলিতে কিশনগঞ্জ থানার পুলিশ কর্মী অশ্বিনী কুমার গুলিবিদ্ধ হন।
পুলিশ কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বিহারের পূর্নিয়ার আইজি সুরেশ প্রসাদ চৌধুরীর নেতৃত্বে পুলিশ আধিকারিকেরা ছুটে আসে। হাসপাতালে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা আসেন। মৃত পুলিশ কর্মী অশ্বিনী কুমারের মৃতদেহ ময়না তদন্তে জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পূর্নিয়ার আইজি সুরেশ প্রসাদ চৌধুরী জানান, “গোপন সুত্রের খবরের ভিত্তিতে বাইক চোর দলটিকে গ্রেপ্তারের জন্য কিশনগঞ্জ থানার দু’টি দল বাংলা পুলিশের সহযোগীতায় বাংলা-বিহার সংলগ্ন পাঞ্জিপাড়ার পানতাপারা এলাকায় হানা দেয়। কিশনগঞ্জ থানার পুলিশ কর্মী অশ্বিনী কুমার দুষ্কৃতীকারীদের গ্রেপ্তার করতে গেলে তাদের ছোঁড়া গুলিতে তার মৃত্যু হয়। বিষয়টি জানতে পেরে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্করের সহযোগীতা চাওয়া হয়। অন্যান্য কোনো পুলিশ কর্মী আহত হয়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং দুষ্কৃতীকারীদের তল্লাশী শুরু করা হয়েছে”।