মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে বচসাকে কেন্দ্র করে বারাসাত কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে কথা কাটাকাটি, পরে তা হাতাহাতি পর্যায়ে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর এই উত্তপ্ত পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে ১ জন পুলিশকর্মী আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এসএফআই আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিচারের দাবীতে মধ্যমগ্রামের চৌমাথা থেকে একটি মিছিল শুরু করে। এছাড়া দ্রুত ছাত্র সংসদের নির্বাচন করানোর দাবীও তুলেছিল। মিছিল শুরু হয়ে মধ্যগ্রামের বিবেকানন্দ কলেজের কাছে পৌঁছাতেই উত্তেজনার সৃষ্টি হয়। এসএফআই সমর্থকরা নির্বাচনের দাবীতে কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখায়। ওই সময় কলেজের ভেতর থেকে তৃণমূল ছাত্র পরিষদের এক দল সদস্য বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দলীয় পতাকা দেখায়। তবে সেখানে কোনো অশান্তি হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু মিছিল যশোর রোড ধরে বারাসাত কলেজের সামনে পৌঁছাতেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উল্টো দিক থেকে শ্লোগান দিতে শুরু করে। এরপর দু’পক্ষ মুখোমুখি হতেই বচসা শুরু হয়। এমনকি হাতাহাতি অবধি গড়ায়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায়। তবে সংঘর্ষের মাঝে পড়ে এক জন পুলিশকর্মীর মুখ ফেটে যায়। আরেক জন এসএফআই কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। পরে এসএফআই কর্মী-সমর্থকেরা এই ঘটনার প্রতিবাদে বারাসাতের আয়কর মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Sponsored Ads
Display Your Ads Here