নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ ঘুষ নিতে গিয়ে ভিজিল্যান্স বিভাগের আধিকারিকদের কাছে হাতে নাতে ধরা পড়লো এক পুলিশ। আর তাই প্রমাণ লোপাট করতে সেই ঘুষের টাকা গিলে খাওয়ার চেষ্টা করার অভিযোগও উঠেছে ফরিদাবাদের ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুলিশ আধিকারিক মহেন্দ্র উলা শুভনাথ নামক এক ব্যক্তির মোষ চুরির ঘটনার তদন্ত করছিলেন। আর ওই চুরির ঘটনার নিষ্পত্তি করতে শুভনাথের থেকে মোট দশ হাজার টাকা চাওয়া হয়েছিল যার মধ্যে মহেন্দ্রকে তিনি ছ’হাজার টাকা দিয়েছিলেন। আর গতকাল বাকি টাকা নিতে সে শুভনাথের সঙ্গে দেখা করতে আসেন।
এদিকে অনেক দিন থেকেই মহেন্দ্রর নামে দেদার ঘুষ নেওয়ার অভিযোগ আসছিল। আর তাই মহেন্দ্রকে ভিজিল্যান্স আধিকারিকরা হাতে নাতে ধরতে ফাঁদ পাতেন। ফলে সে শুভনাথের কাছ থেকে ঘুষের টাকা নিতেই সেখানে ভিজিল্যান্স আধিকারিকরা এসে মহেন্দ্রকে আটক করেন।
আর তখনই মহেন্দ্র নিজের অপরাধ লুকোতে ওই টাকা গিলে নেওয়ার চেষ্টা করলে ভিজিল্যান্স আধিকারিকরা মহেন্দ্রর টাকা গিলে নেওয়ার আগেই তার মুখে আঙুল ঢুকিয়ে টাকা বার করে নেন। এরপর নিজেকে বাঁচাতে ভিজিল্যান্স আধিকারিকদের সাথে ধস্তাধস্তি শুরু করেন। তবে টাকা উদ্ধার হতেই অভিযুক্ত মহেন্দ্রকে ভিজিল্যান্স আধিকারিকরা গ্রেফতার করেন।