অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মত্ত অবস্থায় ডিউটিতে থেকে ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে লালবাজার জয়ন্ত চট্টোপাধ্যায় নামে এক জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে। জয়ন্ত শিয়ালদহ ট্র্যাফিক গার্ডে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে এক জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) নিয়ম মেনে বিভাগীয় তদন্ত শুরু করেছেন।
লালবাজার সূত্রে জানা গেছে, মাঝেমধ্যেই জয়ন্ত মত্ত অবস্থায় ডিউটি করতে আসেন। এই নিয়ে জয়ন্তকে ঊর্ধ্বতন অফিসারেরা কিছু বললে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তাই তাকে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে ডিউটি করতে হয় এমন সব জায়গা থেকে তুলে নিয়ে এর বদলে ট্র্যাফিক গার্ড সংলগ্ন এলাকায় ডিউটি করতে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযোগ ওঠে যে, চলতি সপ্তাহে জয়ন্ত ডিউটিতে থাকাকালীন পুলিশের গাড়িতে বসে মদ্যপান করেছিলেন। এর পরেই জয়ন্তর বিরুদ্ধে ওসির কাছে লালবাজার রিপোর্ট চায়। যার ভিত্তিতে তাকে সাসপেন্ড করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here

প্রসঙ্গত, দু’বছর আগে ট্র্যাফিক বিভাগের এক অতিরিক্ত মত্ত অফিসারের বিরুদ্ধে এক জন রূপান্তরকামী ও তার সঙ্গী মহিলাদের গাড়ি আটকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল। গত মাসে ওই অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে তদন্তকারীরা চার্জশিট জমা দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here