নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানা এলাকায় মদ্যপ যুবকদের প্রহারে এক জন পুলিশকর্মীর কপাল ফেটেছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কয়েক জন যুবক মদ্যপ অবস্থায় বর্ধমান-নবদ্বীপ রাজ্য সড়ক ধরে পিকনিক করে ডিজে বাজিয়ে ফিরছিল। এরপর দেওয়ানদিঘী থানার কুড়মুন এলাকায় আসতেই নাচানাচি শুরু করে। আর তাতে রাস্তায় যানজট সৃষ্টি হয়। পুলিশ এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গান-বাজনার শব্দ কমিয়ে রাস্তা ছাড়ার কথা বলতেই তর্কাতর্কি শুরু হয়। তারপর ওই যুবকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তেই এক জন পুলিশ কর্মী একটি ইটের ঘায়ে আহত হন।
এরপর ওই পুলিশকর্মীকে প্রথমে কুড়মুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতির জন্য বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। অন্যদিকে, দেওয়ানদিঘি থানার পুলিশ গন্ডগোলের খবর পেয়ে বাহিনী নিয়ে ঘটনাস্থলে যায়। আর এই ঘটনায় মোট ন’জন যুবককে গ্রেফতার করা হয়েছে। এমনকি অভিযুক্তদের সাউন্ড সিস্টেমও বাজেয়াপ্ত করা হয়েছে।