নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ আজ জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার এক আদালতে গ্রেনেড বিস্ফোরণের জেরে এক জন পুলিশ সদস্য আহত হয়েছেন। কিন্তু এটা কোনো জঙ্গি হামলার ঘটনা নয় বলে জানা গিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জম্মু-কাশ্মীর পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, “বারামুলা শহরের এক আদালতে ‘রুটিন হ্যান্ডলিং’-এর সময় প্রমাণ রাখার কক্ষের ভিতরে, একটি মামলার প্রমাণ হিসাবে সংগৃহীত একটি গ্রেনেড দুর্ঘটনাবশত ফেটে যায়।” এই বিস্ফোরণে আহত পুলিশ কর্মীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।