নিজস্ব সংবাদদাতাঃ খড়্গপুরঃ খড়্গপুরের সাউথসাইড ধোবিঘাট এলাকায় ময়লা পরিষ্কার নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। ওই সময় পুলিশের হস্তক্ষেপে অশান্তি মিটেও যায়। এরপর গতকাল গভীর রাতেরবেলা জানালা ভেঙে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতেরবেলা প্রায় ৩ টে নাগাদ একটি বাড়ির জানালা ভেঙে সুনীল গুপ্ত নামে এক ব্যক্তির উপর গুলি চালানো হয়েছে। এরপর সুনীলবাবুকে উদ্ধার করে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, পারিবারিক বিবাদের জেরে গুলি চালানোর ফলে এই ঘটনা ঘটেছে। আপাতত এই ঘটনায় খড়্গপুর টাউন থানার পুলিশ দীননাথ সিংহ ও তার মেয়ে লক্ষ্মী পাণ্ডেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্মে তদন্ত শুরু করেছেন।’’