নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জমি নিয়ে বিবাদ। আর তাতেই ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশীর বিরুদ্ধে আঘাতের অভিযোগ। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ঝাড় শালবাড়ি এলাকায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো। এছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধাররত এক ব্যক্তিকে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
https://www.youtube.com/watch?v=scizYylqJO8
Sponsored Ads
Display Your Ads Hereএলাকাবাসীর সূত্রে জানা গেছে, বছর কয়েক আগে স্থানীয় প্রাণকৃষ্ণ সরকার নামে এক ব্যক্তি প্রতিবেশী এক ব্যক্তির কাছে জমি বন্ধক রেখে টাকা নেন। বর্তমানে জমির ছড়ানোর কথা বলে মোটা টাকা দাবী করে বলে অভিযোগ। কিন্তু প্রাণকৃষ্ণবাবু ওই টাকা দিতে পারবে না বলেও জানান।
Sponsored Ads
Display Your Ads Hereঅভিযোগ ওঠে যে, এদিন ওই ব্যক্তি বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন জোরপূর্বক বাইকে তোলার চেষ্টা করে। কিন্তু তাতে কাজ না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে ডান কাধে কোপ বসায় বলে দাবী করা হয়। এদিকে প্রাণকৃষ্ণবাবুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=uvc7aZegF3s
এই ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতালে এসে পৌঁছায়। এছাড়া আহত প্রাণকৃষ্ণবাবুর সঙ্গে কথা বলেন। এখনও লিখিত অভিযোগ দায়ের না হলেও পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোকুল রায় বলেন, “এই ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছি”। পুলিশের তরফে জানানো হয়েছে, “অভিযোগ জমা পড়লে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে”।