নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ সকালবেলা হুগলীর বর্ধমান সীমানা লাগোয়া পান্ডুয়ার বোরাগড়ি এলাকায় এক জন ব্যক্তিকে জিটি রোডের উপরে গুলি করে খুন করার অভিযোগ উঠলো এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমানের দিক থেকে আসা একটি স্করপিও গাড়িতে চার জন এসেছিল। এরপর ওই ব্যক্তিকে রাস্তায় ফাঁকা জায়গা দেখে গাড়ি থেকে নামিয়ে মাথায়, বুকে ও পাঁজরে তিনটি গুলি চালানো হয়। তারপর প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখতে পেয়ে পান্ডুয়া থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান, অজ্ঞাত পরিচিত ওই মৃত ব্যক্তি গাড়ির ভিতরেই ছিলেন। অভিযুক্তদের মধ্যে এক জন ওই ব্যক্তিকে গুলি করে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে যান।
গাড়িটিকেও আটক করা হয়েছে। বাকি তিন জন দুষ্কৃতীকে খুঁজে বার করতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু ওই ব্যক্তিকে খুন করা হলো কেন পুলিশ তা খুঁজে বার করতে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।