নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার নাকাশিপাড়া থানার শিবপুর গ্রামের রাধানগর মাঠে জমি নিয়ে অশান্তির মধ্যে বোমা ও গুলি চলাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি ১ জনের মৃত্যু হয়েছে। আর ৪ জন আহত হয়েছেন। মৃতের নাম আলম শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ত্রিশ বছর থেকে আলমের সাথে ইজার শেখের জমি নিয়ে বিবাদ চলছিল। এরপর ওই জমিতে আলম জোরপূর্বক ভাবে চাষ করতে যাওয়ার পরেই ইজারের সাথে অশান্তি শুরু হয়। তারপরই তাকে ইজারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে বোমা মারে। গুলিও চালায়। ফলে আলমের চার জন লোকজন আহত হয়। চাপড়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code