ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ আজ সকালবেলা আফগানিস্তানের কাবুলের গুরুদ্বারের পাশে হঠাৎ দু’টি জোরালো বিস্ফোরণের পাশাপাশি গুরুদ্বারের ভেতর থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলির আওয়াজ ভেসে এসেছে। এই ঘটনায় ১ জন মারা গিয়েছেন।
প্রাথমিক ভাবে তালিবান সরকারের পুলিশ ঘটনাটিকে জঙ্গি হামলা বলে মনে করছে। গত বছর আগস্ট মাসে তালিবানের কাবুল দখলের পর শহরের হিন্দু ও শিখ সম্প্রদায় ভারতে চলে এসেছিলেন। এর আগে কার্তে পারওয়ান এলাকার ওই দশমেশ সাহিবজি গুরুদ্বার তাদের সাময়িক আশ্রয়স্থল হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশের প্রাথমিক ধারণা, গুরুদ্বারে হামলার পিছনে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএসের আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান (আইএসকে) রয়েছে। কিন্তু তালিবানের একাংশও এই ঘটনার পিছনে থাকতে পারে মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রের জানা গিয়েছে, বর্তমানে ১৬ জন শিখ ওই গুরুদ্বারে থাকতেন। গত বছর অক্টোবর মাসে স্থানীয় এক তালিবান কমান্ডার এবং তার বাহিনীর বিরুদ্ধে ওই গুরুদ্বারে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আর কয়েক মাস আগে স্থানীয় কিছু তালিবান জঙ্গি পূর্ব আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের চমকানির গুরুদ্বারে গিয়ে জোর করে ‘নিশান সাহিব’ নামিয়ে নিয়েছিল। নয়াদিল্লির প্রতিবাদের জেরে গুরু নানকের স্মৃতি বিজড়িত ওই গুরুদ্বার ফের তালিবান শীর্ষনেতৃত্বের হস্তক্ষেপে ‘নিশান সাহিব’ ফেরত পায়।
Sponsored Ads
Display Your Ads Here