হাতির আক্রমণে প্রাণ হারান ১ ব্যক্তি
নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ হাট থেকে জঙ্গল পথে বাড়ি ফেরার সময় আবারও হাতির হানায় মৃত্যু হলো ১ ব্যক্তির। মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বেনীপুরের জঙ্গলে এই ঘটনাটি ঘটেছে।
সুত্রের ভিত্তিতে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম মুচিরাম খিলাড়ী। বয়স ৪৫ বছর। বাড়ি পাথরচাকড়ি গ্রামে।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন মুচিরামবাবু ফেঁকো হাটে গিয়েছিলেন। বিকেল নাগাদ বাড়ি ফেরার সময় বেনীপুরের জঙ্গলে হাতির সামনে পড়ে যান। এরপর হাতি মুচিরামবাবুকে শুঁড়ে ধরে আছাড় মারলে গুরুতর ভাবে আহত হন।
তারপরে তাকে পথ চলতি মানুষজনেরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মুচিরামবাবুর।
বনদপ্তর সুত্রে জানা গিয়েছে যে, ওই এলাকায় পাঁচটি দলছুট হাতি রয়েছে। এই নিয়ে তিন দিনে গ্রামে হাতির আক্রমণ তিন জনের মৃত্যু হয়েছে।