নিজস্ব সংবাদদাতাঃ জম্মুঃ কাশ্মীরের কাঠুয়া জেলার জম্মু-পাঠানকোট জাতীয় সড়কে চলন্ত ট্রাকে ভয়াবহ আগুন লেগে পুড়ে মৃত্যু হয়েছে চালকের সহকারীর। জানা গিয়েছে, গতকাল গভীর রাতেরবেলা জম্মু যাওয়ার সময় হঠাৎই ওই ট্রাকের ইঞ্জিনে আগুন লেগে যায়।
আগুন লাগার পর গাড়ির চালক ট্রাক থেকে লাফ দিয়ে বেরোতে পারলেও সহকারী চালক গাড়ির মধ্যেই আটকে পড়েন। এরপর দমকল বাহিনী খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনে ওই সহকারী চালককে উদ্ধার করে অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু এখনো অবধি নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে গাড়িতে আগুন লাগার কারণ ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।