পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ রবিবারের পর আজ সকালে রায়দিঘি থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের বোলের বাজারে চায়ের দোকানে এক ব্যক্তিকে পিছন থেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, নিহত শেখ বাহাদুর (৫৭), তিনি মহম্মদ নগরের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ বোলের বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন বাহাদুর। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা পিছন থেকে এক দুষ্কৃতী মাথার পিছনে এবং ঘাড়ে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাহাদুর। ঘটনার পরই দুষ্কৃতী শাহাদত শেখকে দৌড়ে পালাতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি বাহাদুরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। টাকা পয়সা লেনদেনের জেরে বাহাদুরকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। খুনের মামলার রুজু করে পুলিশ ঘটনা তদন্ত নেমে খুনের কারণ পরিষ্কার হওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে। ২৪ ঘণ্টার মধ্যে পরপর দুটি খুনের ঘটনায় স্বাভাবিকভাবে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here