সৈকত দাসঃ কলকাতাঃ আজ কলকাতার আলিপুর চিড়িয়াখানায় সিংহের আক্রমণে আহত হলেন ১ ব্যক্তি।
সূত্রের খবরের ভিত্তিতে অনুযায়ী জানা গেছে, আহত ওই ব্যক্তির নাম গৌতম গুছাইত। তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা। গেরুয়া বসনে সাধুবেশে থাকা ওই ব্যক্তি একটি গাছ বেয়ে খাঁচার পাশে থাকা জলাধার টপকে তারের বেড়াজাল পার করে সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন। আর সেই সময় সিংহের দরজা খোলা অবস্থায় ছিল।
এরপর খাঁচায় থাকা সিংহ অর্থাৎ বিশ্বাস ওই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই দৃশ্যটি দেখার সাথে সাথে চিড়িয়াখানার কর্মীবৃন্দ কোনোক্রমে সিংহকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয়। তারপরই তৎক্ষণাৎ আহত ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereচিকিৎসকদের তরফ থেকে জানা যায়, ওই ব্যক্তিকে সিংহটি ডান পায়ে থাবা বসিয়েছে। কোমরেও আঘাত আছে। আপাতত তাকে অ্যান্টি যার্বিস ইনজেকশন দিয়ে সার্জারী বিভাগে ভর্তি রাখা হয়েছে।
কিন্তু নিরাপত্তার কঠোর বেড়াজাল সত্ত্বেও ওই ব্যক্তি কি করে খাঁচার মধ্যে ঢুকে পড়লেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান ওই আহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন যার জেরে এই ঘটনাটি ঘটেছে। যদিও তিনি তা এখনো প্রমাণিত হয়নি।