গাড়ি পার্ককে কেন্দ্র করে প্রহৃত হন ১ ব্যক্তি
অভিজিৎ গুহঃ উত্তরপ্রদেশঃ লক্ষ্ণৌতে গোমতীনগরে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি লোকনাথ যাদব নামের একজন স্কুল প্রবন্ধককে বেধড়ক মারধর করে।
জানা যায়, সকাল ৯.৩০ টা নাগাদ রমাকান্ত ঝাঁ নামের একজন ব্যক্তি বিদ্যালয়ের গেটের সামনে দুটি গাড়ি পার্ক করে রাখেন। যার জেরে বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ের গেটের ভিতর প্রবেশ করতে পারছিল না। ফলে স্কুল প্রবন্ধক তাদের সেখান থেকে চলে যেতে বললে তাদের সাথে বচসা শুরু হয়। সেই বচসা মারামারি পর্যন্ত গড়ায়। রমাকান্ত ঝাঁ ও তার বড়ো ছেলে, ড্রাইভার সহ একব্যক্তি তাকে পা এবং লাঠি দিয়ে প্রচণ্ডভাবে মারধর করেন। এরফলে তার মাথায় ও বুকে গভীরভাবে ক্ষত হয়। তারপর তিনি অজ্ঞান হয়ে পড়েন।
গুরুতর জখম অবস্থায় ওই আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।