নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়া স্টেশনের ১১ নম্বর গেটের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার সোনা-রুপোর অলঙ্কার সহ এক জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন এক ব্যক্তিকে একটি পিঠে ও একটি হাতে ব্যাগ নিয়ে সেখানে ঘোরাঘুরি করতে দেখে উপস্থিত কর্তব্যরত পুলিশ কর্মীরা সন্দেহ করেন। এরপর ওই ব্যক্তির কাছে গিয়ে প্রথমে আটক করে ব্যাগের মধ্যে কি আছে তা জিজ্ঞেস করা হলে কোনো সদুত্তর না পাওয়ায় ওই দু’টি ব্যাগ তল্লাশি করার জন্য খুলতে বলা হয়।
এই কথা শোনামাত্রই ওই ব্যক্তি ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ কর্মীদের তৎপরতায় হাতেনাতে ধরে ফেলা হয়। তারপর ওই ব্যক্তির কাছ থেকে ব্যাগগুলো বাজেয়াপ্ত করে প্রথমে ব্যাগ স্ক্যানার মেশিনে পরীক্ষা করতে গিয়েই দেখা যায় যে ওই ব্যাগের মধ্যে ধাতব কোনো বস্তু রয়েছে। এই ঘটনার পরই পুলিশ কর্মীরা জিএসটি আধিকারিকদের খবর দেন।
এরপরেই জিএসটি আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সামনেই ওই দু’টি ব্যাগ খোলা হয়। ব্যাগ থেকে প্রায় দু’কেজি সোনা ও তিন কেজির বেশী রুপোর অলঙ্কার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৯২ লক্ষ টাকা। তারপরেই অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে উপযুক্ত নথিপত্র চাওয়া হলে তা দিতে না পারায় গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, ওই ব্যক্তি লিলুয়া এলাকার বাসিন্দা নাম রজত গুপ্ত। রজতের এই বিপুল পরিমাণে অলঙ্কার নিয়ে ফলকনামা এক্সপ্রেসে করে ওড়িশার ভদ্রকে যাওয়ার কথা ছিল। পুলিশী জেরায় অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, বড়ো বাজারের কোনো একজন সোনার ব্যাবসায়ীর কাছ থেকে ওই অলঙ্কারগুলো পেয়েছেন।
জেরায় জানানো কথার সত্যতা যাচাইয়ের পাশাপাশি ওই বহুমূল্য অলঙ্কার কোথায় পেয়েছিলেন আর কাকে দেওয়ার জন্য সেগুলো নিয়ে যাচ্ছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।