রায়া দাসঃ কলকাতাঃ আজ সকালবেলার ব্যস্ত সময় অর্থাৎ নিত্যযাত্রীদের অফিস টাইমে সকাল প্রায় ৯ টা ৩২ মিনিট নাগাদ সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে এক জন ব্যক্তি মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর ওই যাত্রীকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই আত্মহত্যার চেষ্টার কারণে সাময়িক ভাবে মেট্রো চলাচল বন্ধ থাকে। আর এই মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় মেট্রো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কেউ কেউ মেট্রো ছেড়ে বাসে বা অন্য কোনো গণপরিবহণে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, এই ঘটনার জেরে প্রায় পঞ্চাশ মিনিট রুবি-কবি সুভাষ লাইনে (অরেঞ্জ লাইন) মেট্রো পরিষেবা বিঘ্নিত ছিল। শেষে বেলা ১০টা ২০ মিনিট নাগাদ ফের পরিষেবা স্বাভাবিক হয়। উল্লেখ্য, চলতি বছরে একাধিক বার মেট্রোয় আত্মহত্যার চেষ্টার খবর প্রকাশ্যে এসেছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code