নিজস্ব সংবাদদাতাঃ চণ্ডীগড়ঃ রাতেরবেলা চলন্ত ট্রেনে ৩০ বছর বয়সী এক মহিলা ন’বছরের ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে এক জন ব্যক্তি যৌন হেনস্থার চেষ্টা করলে মহিলা বাধা দিতেই ওই ব্যক্তি ব্যর্থ হয়ে মহিলাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিতেই ওই মহিলার মৃত্যু হয়।
তোহানা স্টেশনে ট্রেন ঢুকলে স্বামী স্ত্রী ও ছেলেকে নিতে কামরায় পৌঁছে দেখেন, সন্তান অঝোরে কাঁদছে। জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, এক জন ব্যক্তি যৌন হেনস্থায় বাধা পেয়ে মাকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দিয়েছেন।
এরপর ওই রাতেরবেলাই তন্নতন্ন করে মহিলার খোঁজ শুরু হলে ওই ব্যক্তি জিআরপির হাতে ধরা পড়েন। আর ট্রেন থেকে লাফ দেওয়ায় ওই অভিযুক্ত ব্যক্তি আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুস্থ হলেই গ্রেফতার করা হবে। পুলিশ সূত্রে জানা যায়, ওই অভিযুক্ত ব্যক্তি ২৭ বছর বছর বয়সী সন্দীপ।
এদিকে রাতভর তল্লাশি চালানোর পর আজ ওই মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। তোহানায় রেল পুলিশের সাব ইনস্পেক্টর জগদীশ বলেন, ‘‘নিরাপত্তায় কোনো ফাঁক ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
রাতেরবেলা চলন্ত ট্রেনের কামরার দিকে নজর রাখা রেল পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে। সেই সময় কে ডিউটিতে ছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া এফআইআর দায়ের করে তদন্তের কাজ শুরু হয়ে গিয়েছে।’’ এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।