নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদয়ারঃ গতকাল রাতেরবেলা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের লছমন ডাবরি এলাকায় হাতির হানায় ১ ব্যক্তির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরী হয়। মৃতের নাম বাবলু রহমান।
জানা গেছে, বুধবার রাতেরবেলা বাবলু নিজের বাড়ি থেকে বাইরে হাঁটতে বেরিয়েছিল। হঠাৎ বাড়ির পাশের কুঞ্জনগর জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি এসে তাকে সামনে দেখতে পেয়ে শুঁড় দিয়ে হাত পেঁচিয়ে ছিঁড়ে দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু শারীরিক অবস্থা শোচনীয় হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। আজ ভোরবেলা এলাকায় ময়রাডাঙ্গা বিটের বনকর্মীরা পৌঁছালে এলাকাবাসীরা বনকর্মীদের ঘিরে রেখে উত্তেজনা দেখান।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছালে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বন দপ্তর সূত্রে খবর, যথাযথ নিয়মকানুন মেনে বাবলুর পরিবারের সদস্যরা আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here