মিনাক্ষীদাসঃ উত্তর চবিশ পরগণাঃ এবার পঞ্চায়েত নির্বাচনের আবহে উত্তর চব্বিশ পরগণার হাড়োয়ার শালিপুর গ্রাম পঞ্চায়েতের সুড়িপুকুর এলাকায় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক জন ব্যক্তির। আর আহত হয়েছেন প্রায় ৪ জন। মৃতের নাম পরিতোষ মণ্ডল। পরিতোষবাবু হাড়োয়া থানার সোনাপুকুর-শঙ্করপুর অঞ্চলের কুচেমোড়ায় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বোমা বাঁধতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ হয়ে পরিতোষবাবুর মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণে হাতও উড়ে গিয়েছে। দেহের বিভিন্ন জায়গায় বোমার স্প্রিন্টারের টুকরো বিঁধে গিয়েছিল। এদিন একটি পুকুর পাড় থেকে তার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। পরিতোষবাবুর স্ত্রীর দাবী, ‘‘স্বামী তৃণমূলের কর্মী হওয়ায় বিরোধী পক্ষের লোকেরা অনেক দিন থেকে প্রাণে মারার চেষ্টা করছিলেন। আর আমার স্বামী বোমা বাঁধত না। গানবাজনা করত।
Sponsored Ads
Display Your Ads Here
বোমা ফেটে এভাবে কারোর মৃত্যু হয় নাকি! মাথার পিছনটা মেরে ফাটিয়ে দিয়েছে। দুটো হাত কেটে নিয়েছে। যখন মৃতদেহ নিয়ে আসা হয়েছে, তখনও গলগল করে রক্ত পড়ছিল। আমার স্বামীর খুনীদের কঠোর শাস্তি চাই।’’
Sponsored Ads
Display Your Ads Here