নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বারো নম্বর ওয়ার্ডের কৃষ্ণগঞ্জ গড়গড়ান এলাকায় পথ কুকুরদের মারধর করার প্রতিবাদ জানাতেই ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠলো স্থানীয় ২ জন যুবকের বিরুদ্ধে। মৃতের নাম সুদিন পাল। এই ঘটনায় ভাই অমিতাভ পাল গুরুতর আহত হয়েছেন। সুদিন ও অমিতাভ দু’জনেই বালুচরি শিল্পী ছিলেন। এছাড়া এলাকায় পশুপ্রেমী হিসাবেই পরিচিত ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতে সুদিন এবং অমিতাভ পথ কুকুরদের খাবার দেওয়ার পাশাপাশি কোনো পথ কুকুর আহত হলে চিকিৎসার ব্যবস্থাও করেন। কিন্তু স্থানীয় দুই যুবক ওই কুকুরদের প্রায়শই মারধর করে। তেমনই গতকাল রাতেও একই ঘটনা ঘটে। এদিন অমিতাভ স্থানীয় একটি গাজন থেকে বাড়িতে ফিরে দেখেন বাড়ির সামনেই ওই দুই যুবক পথ কুকুরদের বেধড়ক মারধর করছে। এরপর বিষয়টি নিয়ে প্রতিবাদও জানায়। আর এতেই তারা রাগের বশে লাঠিতে করে তাকে বেধড়ক মারধর করতে শুরু করে দেয়। এদিকে সুদিনের বিষয়টি নজরে আসতেই অমিতাভকে বাঁচাতে ঘটনাস্থলে হাজির হয়।
এইসময় আহত অমিতাভ কোনোক্রমে আক্রমণকারীদের এড়িয়ে বিষ্ণুপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর বাড়ি ফেরার পথে দেখেন, বাড়ির সামনের রাস্তায় দাদা গুরুতর আহত ও অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তারপর দ্রুত উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভাইয়ের দাবী, “ওই দুই যুবক সুদিনকে ইট দিয়ে থেঁতলে খুন করেছে।” ইতিমধ্যে পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here