নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দিল্লির আইটিও মোড়ের কাছে আয়কর অফিসের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জন মারা যান। আগুন লাগার পর কয়েক জন আতঙ্কে ভবনের জানলা গলে বাইরের দিকে ঝুলতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে একুশটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তবে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তারপর এই ঘটনায় আহত এক জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি ভিতরে আটকে থাকা সাত জনকে উদ্ধার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereদমকল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আগুন লাগার কারণ ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।