নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ দুপুরবেলা দক্ষিণ মুম্বইয়ের কারি রোডের লোয়ার-পারেলের লালবাগের একটি বহুতল আবাসনের ভয়াবহ আগুন লাগে। আগুনের তীব্রতায় চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা তৈরী হয়।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ৬৪ তলার সেই বহুতলের ২০ তলায় বিধ্বংসী আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। যা কিছুক্ষণের মধ্যেই ওই বহুতলের অন্যান্য তলায় ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনী খবর পেয়ে দমকলের ১২ টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এই ঘটনায় ইতিমধ্যেই এক জন ব্যক্তির মৃত্যু হয়েছে।
দমকল সূত্রের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, আপাতত ওই বহুতলে বেশ কয়েক জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এখনো অবধি অগ্নিকাণ্ডের সঠিক কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই কোনোভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপ্সথিত হন।