নিজস্ব সংবাদদাতাঃ শিমলাঃ গতকাল রাতেরবেলা হিমাচল প্রদেশের রাজধানী শিমলার প্রাণকেন্দ্র মল রোডের একটি রেস্তোরাঁর নীচের তলায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ১ জন ব্যক্তির। আর আহত হয়েছেন প্রায় ১০ জন। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশী ছিল যে দু’কিলোমিটার দূর থেকে শব্দ শোনা গিয়েছিল।
সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দমকল বিভাগের সদর দপ্তরের অদূরে ওই রেস্তোরাঁয় বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশী ছিল যে আশেপাশের অন্তত ছ’টি দোকান অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণের আওয়াজ পেয়ে এলাকাবাসী ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন।
এরপর দ্রুত আহতদের ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে (আইজিএমসিএইচ) ভর্তি করানো হয়। অভিযোগ উঠছে যে, বিস্ফোরণের প্রায় ২০ মিনিট আগে গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কথা জানানো হয়েছিল। কারণ বাতাসে গ্যাসের গন্ধ ভাসছিল। এই ঘটনায় ফরেন্সিক দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে।