নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ আজ দুর্গাপুর ইস্পাত কারখানায় গলিত লোহা ছিটকে মৃত্যু হয়েছে পল্টু বাউরি নামে ১ জন শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন গোপী রাম, প্রশান্ত ঘোষ, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় নামে তিন জন ঠিকা কর্মী।
জানা গেছে, গ্লাস ফার্নেস থেকে গলিত লোহা নিয়ে যাওয়ার পথে বিশাল পাত্র ভর্তি সেই গলিত লোহা উল্টে যায়। ফলে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান। এরই মধ্যে চার জন দৌড়ে একটি ঘরে ঢুকে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ঠিক সেই ঘরের পাশে গরম লোহা উলটে যাওয়ার কারণে গলিত লোহা ছিটকে সেই ঘরের মধ্যে ঢুকে যেতেই এই গুরুতর দুর্ঘটনাটি ঘটে। এরপর দ্রুত তিন জন শ্রমিককে প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পরে অবস্থার অবনতির জন্য বিধাননগরের বেসরকারী সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার জেরে শ্রমিক সংগঠন ইস্পাত কর্তৃপক্ষকে দায়ী করে নিরাপত্তার দাবী জানিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থার নিরাপত্তার গাফিলতি নিয়েও উঠছে। আপাতত ইস্পাত কারখানার কর্তৃপক্ষ গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন।