শিলিগুড়িতে মিউকরমাইকোসিসে আক্রান্ত ১ ব্যক্তি
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ রাজ্যে ইতিমধ্যে মিউকরমাইকোসিসে মৃত্যু হয়েছে ২ জনের। এবার শিলিগুড়িতেও মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন ১ ব্যক্তি। ওই ব্যক্তি শিলিগুড়ির প্রধান নগরের বাসিন্দা।
গত ২৪ শে মে তাকে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ থাকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে ওই ব্যক্তি বেসরকারী নার্সিংহোমে ভর্তি ছিলেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে টেস্ট রিপোর্ট কনফার্ম হয়েছে। কিন্তু এরপর পরিবারের মত অনুযায়ী ওই ব্যক্তিকে কলকাতায় পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সুত্রে খবর মিলেছে, কিছুদিন আগেই তিনি কোভিড আক্রান্ত ছিলেন। এছাড়া হাই ব্লাড সুগার আছে রয়েছে। নাকে, মুখে ও বামদিকের চোখে মিউকরমাইকোসিসের সংক্রমণ ছড়িয়েছে।
প্রসঙ্গত দিন কয়েক আগে শিলিগুড়িতে একজন মহিলাও মিউকরমাইকোসিসে রোগে আক্রান্ত হয়েছিলেন। ওই মহিলার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সফল অস্ত্রপচার হয়েছে। আপাতত স্থিতিশীল আছেন। এই নিয়ে শিলিগুড়িতে দু’জন আক্রান্তের খোঁজ মিলল।