ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ এ যেন অবিশ্বাস্যকর!! যা চোখে দেখেও বিশ্বাস করা যায় না যে, অজগর নির্বিষ হলেও কোনো ব্যক্তি নিজের কাঁধে দু’টি পূর্ণবয়স্ক অজগর সাপকে তুলে উদ্দাম নৃত্য করতে পারেন। আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই সকলেই এক প্রকার শিউরে উঠেছে।
সম্প্রতি নেটমাধ্যমে ইন্দোনেশিয়ার এক ব্যক্তির অজগর সাপ নিয়ে নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই দু’টি সাপের দৈর্ঘ্য ২০ ফুটেরও বেশী। এই সাপটি রেটিকুলেটেড প্রজাতির অর্থাৎ শরীরে জালের মতো আঁকিবুকি। এই প্রজাতির সাপের যে কোনো পূর্ণবয়স্ক মানুষকে গিলে ফেলার ক্ষমতা আছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, এর আগে এক ব্যক্তির বিষধর কোবরার সাপের মাথায় চুমু খাওয়ার ভিডিও নিয়ে গোটা নেট দুনিয়া তোলপাড় হয়েছিল। অনেকে ওই ভিডিয়োর প্রসঙ্গ টেনে বলছেন যে, ইন্দোনেশিয়ার এই ব্যক্তি আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত বলা যায় যে, অজগর সাপ মূলত নেপাল, ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফিলিপাইন্স, আফ্রিকার সাহারা ও দক্ষিণ-পূর্ব পাকিস্তানে দেখতে পাওয়া যায়। আর ওই ব্যক্তির কাঁধে যে দু’টি অজগর সাপ দেখা গিয়েছে সেগুলি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়াতেই দেখতে পাওয়া যায়।