হাওয়ার দাপ্টে ঘুড়ির সঙ্গে উড়ে গেল ১ ব্যক্তি

Share

ব্যুরো নিউজঃ শ্রীলঙ্কাঃ শ্রীলঙ্কার জাফনার পেড্রো পয়েন্টে ঘুড়ি ওড়াতে গিয়ে ঘটে গেল এক ভয়ানক ঘটনা। যেখানে দমকা হাওয়ার সাথে এক ব্যক্তিও ৩০ ফুট উচ্চতায় উড়ে গেল। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই সকলে রীতিমতো আঁতকে উঠলো। 

সূত্রের ভিত্তিতে জানা গেছে, ছ’বন্ধু মিলে পোঙ্গল’ নামে ঘুড়ি উৎসবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বিশাল একটা ঘুড়ি বানিয়েছিলেন। এরপর সকলে মিলে মহড়া দিতে হাওয়ার বেগের সাথে তাল মিলিয়ে ঘুড়ির সুতো ছাড়তে শুরু করেন। ঘুড়িও একটু একটু করে উড়তে শুরু করেছিল। 


কিন্তু হঠাৎই দমকা হাওয়ার জেরে ঘুড়িটি দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে। বাকিরা সুতো ছেড়ে দিলেও এক ব্যক্তি সেটা ধরেছিলেন। ফলে তাকে নিয়েই ঘুড়িটি উড়তে শুরু করে। এক সময় ওই ব্যক্তি সুতো ধরে উড়তে উড়তে প্রায় ৩০ ফুট উচ্চতায় পৌঁছে যান। আর প্রাণপণ বাঁচার চেষ্টা করেন। 


নীচ থেকে বন্ধুরা চিৎকার করে সুতোটা ছেড়ে দিতে বললেও এত উচ্চতায় উঠে গিয়ে সেই সুতো ছেড়ে দেওয়ার সাহস পাচ্ছিলেন না। তবে অবশেষে কোনো কুলকিনারা না পেয়ে প্রাণ বাঁচাতে সেই উচ্চতা থেকে এক লাফ দেন। যদিও সৌভাগ্যবশ্ত প্রাণে বেঁচেও গিয়েছিলেন।   


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930