নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার বাসুদেবপুর স্টেশনে জামালপুর থেকে কাটোয়াগামী ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকায় কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে গেলেন ১ ব্যক্তি। তবে ট্রেনে কাটা পড়েও জীবিত রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দেওয়ায় সে দৌড়ে এসে চলন্ত ট্রেনে চাপতে গিয়েই প্ল্যাটফর্ম থেকে পা পিছলে গিয়ে সটান ট্রেনের তলায় পড়ে যান। ফলে লোহার চাকা কোমরের উপর দিয়ে চলে যাওয়ায় লাইনের এক পারে দুই পা পড়ে ও অপর পারে শরীরের বাকি অংশ পড়ে থাকে। কিন্তু শরীরে প্রাণ বিদ্যমান।
Sponsored Ads
Display Your Ads Here
রেলপুলিশ ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে প্রথমে সামসেরগঞ্জের হাসপাতালে নিয়ে যান। এরপর শারীরিক অবস্থার অবনতির জন্য সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here