অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার কলকাতার ট্যাংরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সী বান্টি হালদার ওরফে পচা নামে এক জন ব্যক্তির।
জানা গেছে, বান্টিবাবু ট্যাংরা থানা এলাকায় পুলিন খাটিক রোডের একটি খাবারের দোকানের ব্যবসায়ী ছিল। কিন্তু আচমকাই দোকানে সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। এরপর বান্টিবাবু ও তার সঙ্গীরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলে সেই সময় দোকান থেকে বের হবার সময় শাটারের লোহার ফ্রেমে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এরপর বান্টিবাবুকে দ্রুত উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই নিয়ে গত দু’সপ্তাহে তৃতীয় বার মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
উল্লেখ্য যে, হরিদেবপুর এবং নারকেলডাঙায় দু’টি শিশুর বাতিস্তম্ভে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। এছাড়া সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়াতেও এক জন যুবকের বিদ্যুৎ এর খোলা তারে সাইকেলে জড়িয়ে মৃত্যু হয়েছে।