নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল হুগলীর গোঘাটে বৃষ্টির সময় বাইরে থাকাকালীন আচমকা বজ্রাঘাতে এক জন প্রৌঢ়ের মৃত্যু হয়। মৃত প্রৌঢ় হলেন গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের বেড়িয়াপুর এলাকার বাসিন্দা লক্ষ্মী মল্লিক। বয়স ৫৮ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল গোঘাটে দফায় দফায় বৃষ্টি চলছিল। সেই সময় লক্ষ্মীবাবু বাড়ি থেকে কিছুটা দূরে গরু চরাতে গিয়েছিলেন। আর তখনই ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সমহগ্র পরিবার কান্নায় ভেঙে পড়েছে।