চয়ন রায়ঃ কলকাতাঃ করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি হার্নিয়া নিয়ে চরম যন্ত্রনায় ভুগছিলেন পঞ্চাশ বছর বয়সী প্রবীর চট্টোপাধ্যায়। প্রবীর বাবু কলকাতার বেহালার বৈশালী পার্ক এলাকায় থাকতেন। কিন্তু তিনি করোনা আক্রান্ত হওয়ায় প্রবীর বাবুকে হাসপাতাল ভর্তি নেয়নি। ফলে প্রবীর বাবু প্রবল যন্ত্রনায় ছটফট করতে করতে অবশেষে হার্নিয়া বাস্ট করে তার মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, প্রবীর বাবু হার্নিয়া অপারেশনের জন্য বেহালা বালানন্দ হাসপাতালে গিয়েছিলেন। এরপর সেখান থেকে করোনা টেস্টে পজিটিভ হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রবীর বাবুকে ফিরিয়ে দিয়ে বলা হয় যে করোনা রিপোর্ট নেগেটিভ হলে আসতে। তারপর থেকে তিনি বাড়িতে থাকতেন। পরিবারের যেটা বক্তব্য, তার হার্নিয়ার যন্ত্রণা দিনে দিনে বাড়তে থাকে। শুধুমাত্র করোনা পজিটিভ হওয়ার জন্য তিনি হার্নিয়ার চিকিত্সা পাননি।
আর হার্নিয়ার যন্ত্রণা দিন দিন ক্রমশ বাড়তে থাকায় গতকাল ৩ টে নাগাদ প্রবীর বাবু মারা যান। অন্তত ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো প্রবীর বাবুর মৃতদেহ বাড়িতেই পড়ে রয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।