ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার ব্রুকলিনের পার্ক স্লোপের চার নম্বর অ্যাভিনিউয়ের একটি দোকানে ধন্যবাদ জানানো নিয়ে ঝামেলা শুরু হয়। আর ওই ঝামেলা হাতাহাতি থেকে খুন অবধি পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, “৩৭ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি ওই দোকানের বাইরে এসে দাঁড়ালে ভিতরে থাকা এক জন ব্যক্তি দোকানের দরজা খুলে দেন। কিন্তু দরজা খুলে দেওয়ার জন্য ধন্যবাদ না বলায় দ্বিতীয় ব্যক্তি বিরক্ত হয়ে বলেন, ‘‘আমাকে আপনি ধন্যবাদ বলেননি কেন? আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল।’’ এর জবাবে অভিযুক্ত বলেন, ‘‘আমি আপনাকে দরজা খুলতে বলিনি।’’
এই নিয়ে তাদের মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়। আর ঝগড়া মুহূর্তের মধ্যে হাতাহাতিতে বদলে যায়। এরপর ওই দু’জন মারামারি করতে করতে দোকানের বাইরে চলে আসলে অভিযুক্ত নিজের সাইকেল থেকে একটি ছুরি বার করে দ্বিতীয় ব্যক্তির ঘাড়ে ও পেটে এলোপাথাড়ি ভাবে চালাতে থাকেন।
তারপর ওই ব্যক্তি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। এছাড়া আততায়ীকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।