নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মদ্যপান নিয়ে পরিবারের মধ্যে অশান্তির জেরে মুর্শিদাবাদের বহরমপুরের সেরিকালচার দপ্তরের ১ জন অস্থায়ী কর্মী আত্মহত্যার পথ বেছে নিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের নাম সুরজিৎ মণ্ডল। বাড়ি বহরমপুর থানার তারকপুরে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিত্যদিন সুরজিৎবাবুর মদ্যপান করা নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। তাতেও মদের আসক্তি কমানো সম্ভব হয়নি। রবিবার অফিস ছুটি থাকায় তার নিজের পারিবারিক জমিতে কাজ করার জন্য বের হন। সন্ধ্যাবেলায় মত্ত অবস্থায় বাড়ি ফিরলে অশান্তি শুরু হলে কিছুক্ষণ পর অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। একাধিক বার ফোন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে মোবাইল বন্ধ করে দেওয়া হয়।
এরপর সুরজিৎবাবুর পরিবারের সদস্যরা খোঁজ শুরু করলে তার ঝুলন্ত দেহ বাড়ির অদূরে একটি আমগাছ থেকে উদ্ধার করা হয়। বহরমপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরজিৎবাবুকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর গতকাল শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুরজিৎবাবু পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন। কিন্তু এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।