নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের নতুন ব্রিজ এলাকা থেকে ভরতপুর থানার পুলিশের হাতে বিপুল পরিমাণ জালনোট, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ জন ব্যক্তি। ধৃতের নাম মুর্শেদ শেখ। বাড়ি ভরতপুর থানারই শুনিয়া গ্রামে।
পুলিশ সূত্রে খবর, মুর্শেদের কাছ থেকে একটি দেশী আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও পঁচিশ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া জালনোটের সবই পাঁচশো টাকার নোট। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, জেলারই কোনো গোপন ডেরায় ওই জালনোট তৈরী হয়েছে। সীমান্ত দিয়ে জালনোট পাচার করা ক্রমশ মুশকিল হয়ে পড়ায় এখন একটি চক্র জেলাতেই এই কারবার চালাচ্ছে।
এক জন তদন্তকারী আধিকারিকের কথায়, ‘‘মুর্শিদাবাদে যে জালনোট তৈরী হচ্ছে তার গুণমান বাংলাদেশ থেকে আসা জালনোটের তুলনায় অনেকটাই খারাপ। তাই সেগুলো চেনাও সহজ।’’ তবে মুর্শেদ বিপুল পরিমাণ জালনোট এবং আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। গতকাল অভিযুক্ত মুর্শেদকে আদালতে তোলা হয়।