চয়ন রায়ঃ কলকাতাঃ বৌবাজারের ফুটপাথে যুবক খুন। গতকাল গভীর রাতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর বৌবাজার এলাকায় ফুটপাথবাসী এক জন যুবককে পিটিয়ে খুন করা হয়। মৃতের নাম সঞ্জয় মল্লিক। বয়স ২৬ বছর। পুলিশ এই ঘটনায় ১৯ বছর বয়সী সুমিতকুমার সাউ নামে এক জন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
জানা গেছে, রাতেরবেলা ১টা ৪০ নাগাদ সঞ্জয় বৌবাজারের ব্যাঙ্ক অফ বরোদার সামনের ফুটপাথে শুয়ে ঘুমোচ্ছিল। আর তখনই এক বা একাধিক ব্যক্তি ভাড়ার গাড়িতে বৌবাজারে আসেন। এরপর তার উপর একটি কংক্রিটের ব্লক তুলে আছড়ে ফেলা হয়। তারপর সঞ্জয়কে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে যে, সঞ্জয়ের সাথে সুমিতের পুরোনো শত্রুতার জেরেই এই খুন করা হয়েছে।