মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বারাসাতের বাদু এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো ১ যুবকের বিরুদ্ধে।
অভিযোগ উঠছে, কয়েক দিন আগে ১২ বছর বয়সী এই নাবালিকা মামা বাড়িতে ঘুরতে এসেছিল। কিন্তু প্রতিবেশী এক যুবক বিভিন্ন সময় তাকে প্রলোভন দেখাত। একইভাবে গত দু’দিন আগে এই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নাবালিকার সঙ্গে অশ্লীল আচরণ করেছে বলে জানা যায়।
পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরেই গতকাল রাতেরবেলা বারাসাত থানার অন্তর্গত বাদু পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়ে বারাসাত থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এর পাশাপাশি গতকাল রাতেরবেলা ওই নাবালিকার বারাসাত হাসপাতালে শারীরিক পরীক্ষা হয়। আজ অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হবে।