নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আগে থেকেই প্রশাসন কালীপুজোয় শুধুমাত্র সবুজ বাজি ব্যবহারের নির্দেশ দিয়েছে। তবুও নানা জায়গায় গোপনে বেআইনী বাজি পাচার, মজুত ও বিক্রি চলছে। আর এই বেআইনী বাজি আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এই অভিযান চালাতে গিয়ে পাঁশকুড়া থানার পুলিশ প্রচুর নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরীর মশলা সহ ১ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ হাউরের পুলশিটা গ্রামে অভিযান চালিয়ে বিবেক মাঝি নামে এক জন ব্যক্তির বাড়ি থেকে ৪৮ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। এছাড়াও ওই বাড়ি থেকে বাজি তৈরীর প্রচুর মশলা বাজেয়াপ্ত করেছে। এদিন বিবেককে তমলুক আদালতে তোলা হয়। সম্প্রতি রাজ্যজুড়ে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরই রাজ্য বেআইনী বাজি কারখানা বন্ধ করতে কড়া মনোভাব নেয়। গত বছর পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে এক জন বাজি কারবারীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দু’জনের মৃত্যু হয়। সেই থেকে পাঁশকুড়া জুড়ে বেআইনী বাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। কালীপুজোর আগে এই অভিযান আরো জোরদার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here