নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ মুর্শিদাবাদের পরে এবার বীরভূমের কীর্ণাহার থানার পানপুরের মাঠে জাল টাঙিয়ে পরিযায়ী পাখি চোরাশিকারের অভিযোগে এক জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গত দু’সপ্তাহ ধরে কয়েকজন চোরাশিকারী ওই মাঠে জাল পেতে পরিযায়ী চড়ুই জাতীয় পাখি ‘বগারি’ (শর্ট টোড লার্ক) শিকার করছিলেন। তবে এলাকাবাসীদের একাংশ বন দপ্তরে খবর দেন।
বনকর্মীরা খবর পেতেই বন্যপ্রাণপ্রেমী সংগঠন ‘হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালায়েন্স লিগ’ (হিল) এর সদস্যরা ঘটনাস্থলে এসে প্রচুর জাল ও বগারি পাখি উদ্ধার করেন। এই ঘটনায় নাজির হোসেন নামে এক জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এরপর নাজিরকে বোলপুর আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।
বন আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, ‘‘ধৃতের সঙ্গে আরো কয়েক জন সঙ্গী ছিল। কিন্তু রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্তরা পালিয়ে গিয়েছে। ফলে অন্য অভিযুক্তদের খোঁজ চলছে।’’ প্রসঙ্গত, চলতি বছরে মুর্শিদাবাদের বাজারসাউ এলাকায় ফাঁদ পেতে পরিযায়ী পাখি শিকারের অভিযোগে বনদপ্তরের হাতে বেশ কয়েক জনকে গ্রেফতার হয়েছে।