নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল প্রকাশ্য দিবালোকে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত ঝেড়ো আয়মাচক এলাকায় কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তি হাতে নাতে ধরে ব্যাপক মারধর করলেন স্থানীয়রা। এমনকি অভিযুক্তের মোটরবাইক ভেঙে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, এক জন ব্যক্তি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার এক কিশোরীকে বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। এরপর ওই ব্যক্তি বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বেধড়ক মারধর করা হয়। আর বাইকটিকে বাঁশ দিয়ে ভেঙে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Hereজগৎবল্লভপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু অভিযুক্ত অপহরণের অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘দু’জন শ্রমিককে নিয়ে ঘোড়াদহ এলাকায় কাজে গিয়েছিলেন। ভাইফোঁটা উপলক্ষ্যে সেখানে কাজ বন্ধ থাকায় ফেরার পথে শ্রমিকদের ছেড়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে সীতাপুরের একটি জায়গায় যাওয়ার জন্য রওনা দেন।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু নিজের গন্তব্যে পৌঁছনোর রাস্তা না জানায় পথচলতি এক কিশোরীকে জিজ্ঞাসা করতেই সে ঘাবড়ে গিয়ে পরিবারের সদস্যদের ডেকে আনে। আর চিৎকার শুনে কিছু এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছালে তর্কাতর্কিও হয়। তারপর চোর ও অপহরণকারী সন্দেহে মারধর করতে শুরু করেন।’’
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম মুকেশকুমার সাহানি। পেশায় মার্বেল মিস্ত্রি। বারো বছর থেকে সপরিবারে বড়গাছিয়া এলাকায় বাড়িভাড়া নিয়ে বসবাস করেন। আপাতত পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এই নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।