নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল গভীর রাতেরবেলা হাওড়ার জগদীশপুর সেনপাড়া এলাকায় বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। নিহতের নাম রামকৃষ্ণ বড়াল। বাড়ি জগদীশপুর কোয়ালপাড়ায়।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ওই পথচারী ধাক্কার জেরে রাস্তার ধারে থাকা একটি দেওয়ালে আছড়ে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে। এছাড়া দুই বাইক আরোহীও জখম হন। ফলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন জনকে উদ্ধার করে জগদীশপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা পথচারীকে মৃত বলে ঘোষণা করলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর দুই জন বাইক আরোহীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক আরোহীদের হেলমেট ছিল না। এছাড়া ওই বাইক আরোহীরা মত্ত অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আবার আজ ডুমুরজলা স্টেডিয়াম লাগোয়া এলাকায় জনবহুল রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা ঘটে। গাড়ির ধাক্কায় দু’জন জখম হয়েছেন। চ্যাটার্জিহাট থানার পুলিশ অভিযুক্ত চালক ও গাড়িটিকে আটক করেছেন। পর পর ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here