নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি এলাকায় পুলিশের গাড়ির ধাক্কায় ১ জন ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম সহোরব হুসেন। বয়স ৪৭ বছর। বাড়ি সুজালি গ্রাম পঞ্চায়েতের ঢুলিগাও এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়েছিল। চালক গাড়িতেই চাবি ঝুলিয়ে রেখে চা খেতে গিয়েছিলেন। ওই সময় গাড়িতে থাকা এক জন পুলিশ কনস্টেবল গাড়ি চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কয়েকটি দোকানে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশ দিয়ে হেঁটে চলা এক জন পথচারীকে ধাক্কা মেরে সেখান থেকে চম্পট দেয়। এই ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আহত হলে এলাকাবাসীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
কিন্তু কিছুক্ষণ পর হাসপাতালেই মৃত্যু হয়। আর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার হাসপাতাল চত্বরে খণ্ড যুদ্ধ শুরু হয়। আর ব্য়াপক ধস্তাধস্তিও চলে। ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি মৃতদেহকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর সাথে সাথে ঘটনার তদন্ত শুরু করেছেন।