নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে স্যালাইনের রড নিয়ে রোগীদের মারামারিকে ঘিরে ১ জন রোগী আহত হয়েছেন। আর এই ঘটনা জানাজানি হতেই ওই রোগীর আত্মীয়রা হাসপাতালের গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন। আহত রোগীর নাম ফাগু পাহান। বয়স ৬৪ বছর। বাড়ি বালুরঘাটের মাহিনগরে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, গতকাল ফাগু পাহান পেটে ব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে আসলে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। কিন্তু মাঝ রাতেরবেলা ফাগু পাহানের পাশের বেডের এক জন রোগীর সঙ্গে কোনো বিষয় নিয়ে বচসা হয়। এরপর স্যালাইনের রড নিয়ে মারামারি হয়। তাতে ফাগু পাহানের মুখে ও মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। কিন্তু কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এই নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডে চিকিৎসাধীন অন্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিকে, ওই ঘটনা চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিলেন, তাই নিয়ে আজ তার পরিবারের সদস্যরা বিক্ষোভ শুরু করেন।
বালুরঘাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। আর দক্ষিণ দিনাজপুর জেলা ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা হাসপাতালের মূল গেটে গিয়ে তদন্তের আশ্বাস দেন। উল্লেখ্য, এর আগেও এক জন আদিবাসী রোগীর নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে বালুরঘাট হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছিল। এখনো ওই রোগীর খোঁজ পাওয়া যায়নি। আবার গত সোমবার এই হাসপাতালে চিকিৎসার অভাবে এক জন নাবালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।